নিজস্ব প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা উত্তর পাড়া ঈদগা ও কবরস্থানে ২টি হর্ণ সহ মাইক সেট দান করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এসোসিয়েশন এর সভাপতি চরচারতলা গ্রামের কৃতি সন্তার বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মো.আসাদুর রহমান। এ উপলক্ষে রোববার সকালে স্থানীয় কবরস্থান ও ঈদগা মাঠে দোয়া মাহফিলের মধ্যদিয়ে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহ্জ্ব কাজী মহিউদ্দিন মোল্লার হাতে ২টি হর্ণ সহ মাইক সেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো.আসাদুর রহমানে বাবা মো.জহিরুল হক,বিশিষ্ট মুরুব্বি শাহজাহান মিয়া, ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন ফারুক, ব্যবসায়ী জালাল মিয়া,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার,চরচারতলা ইউপি,সদস্য সাফিউদ্দিন,বিশিষ্ট মুরুব্বি মো.বাচ্চু মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মঈনুল ইসলাম, শ্রমিক নেতা মো.মাহবুব খান,সহ আরও অনেকে।
ঈদগা ও কবরস্থানে মাইক সেট প্রদানের বিষয়ে ইঞ্জিনিয়ার মো.আসাদুর রহমান এর কাছে জানন্তে চাইলে তিনি জানান কবরস্থান হলো মানুষের স্থায়ী ঠিকানা এছাড়াও এখানে রয়েছে ঈদগাহ মাঠ ঈদের নামাজ ও নামাজে জানাজায় মুসুল্লিগণের সুবিধার্থে এই মাইক সেট প্রদান করা হয়েছে। ভবিষ্যতে ও সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।