ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহরে ঘর নির্মাণ কাজে বাধাঁ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে গুরুতর জখম হয়েছেন আওয়ামী লীগ কর্মী শেখ সোহরাব উদ্দিন। শুক্রবার বিকেলে এ হামলা ও মারপিটের ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছে তালশহর গ্রামের মৃত শেখ ফরিদ উদ্দিনের ছেলে শেখ সোহরাব উদ্দিন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শেখ সোহরাব উদ্দিন জানান, তার পৈত্রিক সম্পত্তি উপর বসত ঘর নির্মাণ কাজে বাধাঁ দেয় প্রতিপক্ষের লোকজন। তারা হলেন একেই এলাকার মৃত শেখ জহিরুল ইসলামের ছেলে শেখ তানভীর, শেখ তফসির,শেখ রকিব, শেখ রকি ও শেখ তারেখ। দীর্ঘদিন ধরে ওই যাগা দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তারা। গত শুক্রবার বিকেল ৫টার দিকে, শেখ তানভীর,শেখ তফসির,শেখ রকিব, শেখ রকি ও শেখ তারেখ তাদের দলবল নিয়ে শেখ সোহরাব উদ্দিনকে বেঁধড়ক পিটিয়ে জখম করে। একপর্যায়ে তার সাথে থাকা ৭০ হাজার টাকা হামলাকারীরা নিয়ে গেছে বলে অভিযোগে বলা হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত শেখ সোহরাব উদ্দিন বাদী হয়ে রোববার বিকেলে হামলাকারীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে অভিযোক্তকারী শেখ তফসির ও শেখ রকিব বলেন এই যায়গা হলো তাদের ক্রয়কৃত এখানে শেখ সোহরাব উদ্দিন কে ঘর নির্মাণ করতে দেওয়া হবেনা এই যায়গার উপরে মামলা চলমা রয়েছে।
এ বেপারে আশুগঞ্জ থানার অফিসা ইনচার্জ আজাদ রহমান বলেন তালশহর গ্রামের শেখ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আদালতে মামলা ও চলমান রয়েছে। মারপিটের ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ ও পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।