ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নে উত্তর পাড়া কবরস্থান ছাউনী ও ঈদগাঁ মাঠের পাশে নামাজে জানাজা ও ঈদের নামাজ পড়তে আসা মুসল্লীদের ওজুর সমস্যা সমাধানে নির্মাণ করা হয়েছে নান্দনিক ওজু খানা। আজ রোববার বিকেলে আনুষ্ঠানি ভাবে এ ওজু খানার শুভ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে কবরস্থানের পাশে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোলা, কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আলহাজ্ব মো.শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঈনুল ইসলাম, চরচারতলা ইউপি,সদস্য মো.সাফি উদ্দিন,হাজী জালাল আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন,সাবেক ইউপি,সদস্য কুদ্দুছ মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বিশিষ্ট জনরা বলেন একটি মডেল কবরস্থান নির্মান করার পরিকল্পনা নেয়া হয়েছে। যারা এই কবরস্থানের পাশে ওজু খানা নির্মান করেছে সত্যিই তা প্রসংশনীয় এজন্য তাদের কে ধন্যবাদ জানিয়েছে উপস্থিত বিশিষ্ট জনরা।
যারা অর্থ ও শ্রম দিয়ে মুসল্লীদের সুবিধার্থে ওজু খানা নির্মাণ করছেন তারা হলেন চরচারতলা ইউপি,সদস্য মো.সাফি উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঈনুল ইসলাম, ইউপি,সদস্য মো.এনামুল হক,মহিউদ্দিন,আলকাছ মিয়া ও ইতালী প্রবাসী মাঈনুদ্দিন। তারা বলেন এটি নির্মাণ হলে মুসল্লিদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে। জানাগেছে স্থানীয় কয়েক জনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কবরস্থান ও ঈদ গাহ ছাউনীর পাশে এ ওজু খানা নির্মাণ হয়েছে। এই কাজের পাশাপাশি ভবিষ্যতেও সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।