মোঃ আব্দুল হান্নান:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে ১৯৭৫ সালে ১৫ আগষ্ঠে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ২৭ আগষ্ঠ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভাও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে ও যগ্ন আহবায়ক ভানু চন্দ্র দেবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাপরতলা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুনছুর
আহমেদ ভূইয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ রুবেল মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহানুর ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।