স্টাফ রিপোর্টার: আসন্ন উপ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু’র আশুগঞ্জ উপজেলা আলেম ওলামা বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী অধ্যক্ষ ড.শাহজাহান আলম সাজ কে সমর্থন দিয়েছেন উপজেলা আলেম ওলামাগণ।
শনিবার সকালে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে উপজেলা আলেম ওলামা বৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ সালাহ উদ্দিন, হাজী সাইদুর রহমান,চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়ুব খান।
অধ্যক্ষ হাবিবুর রহমান, যুব লীগের যুগ্ম আহ্বায়ক মুতিউর রহমান সরকার, মাওলানা নূরুল ইসলাম আল কাদেরী,আড়াইসিধা কামিল মাদরাসার উপাধক্ষ্য মাওলানা নূরুল ইসলাম,মাওলানা আব্দুর রউফ,মিজানুর রহমান,প্রভাষক জামাল উদ্দিন,মাওলানা রেদোয়ান,সফিউল্লাহ,মুজাম্মেল হক জালালী,রেজাউল করিম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তরা বলেন, আগামী ৫ নভেম্বর উপ নির্বাচনে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল নেতাকর্মিদের প্রতি আহবান জানান