প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খ্রীষ্টিয়ান সার্ভিস,সোসাইটি,সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে প্রতি বছরের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫জুন)সকাল থেকে বিকেল প্রর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্সের আখাউড়া ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রিজিওনাল ম্যানেজার লিটন মহালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মিঠুন বল্লভ,এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী ইব্রাহিম খান সহ আরো অনেকে।
আখাউড়া ব্রাঞ্চ কার্যালয় ও নরসিংদী জোনের আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে আখাউড়া পৌর এলাকার শতাধিক মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার মো.মাহবুব হাসান কিরণ এবং ২ জন সেবিকা নিয়োজিত ছিলেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষা,স্বাস্থ্য,প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।