ময়নাল হক ভূইয়া (মইনুল) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আয়োজনে আধুনিক মৎস্য চাষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মোগড়া বাজার সেকান্দর প্লাজার নিচ তলায় মেসার্স মামুন এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে মৎস্য চাষীদেরকে বাণিজ্যিক ভিত্তিতে আধুনিক মৎস্যচাষে নানা প্রকার মাছের রোগ ও তার প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ প্রদান করেন, স্কয়ার ফার্মাসিটিক্যালন লিমিটেডে এর একোয়াকালচার এক্সিকিউটিভ ডাক্তার প্রসূন চক্রবর্তী।
স্কয়ার এগ্রোভেট এর ব্যবস্থাপক মীর খালেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, মোগড়া বাজার মামুন এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মোঃ মামুন ভূঁইয়া, স্কয়ার ফার্মাসিটিক্যালস এর প্রতিনিধি কৈলাস চন্দ্র সরকার ও মোঃ ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসাতু ছালেহা খাতুন আলিয়া মাদ্রাসার সভাপতি মোঃ হাজী আবুল কাশেম ভূইয়া, মোগড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতালেব মিয়া, মোঃ হেলাল ভুঁইয়া, মাসুক ভুঁইয়া, আহমেদ বাবুল, আলামিন ভূইয়া, সেলিম ভূইয়া, নূর ইসলাম, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম মেম্বার সহ আরো অনেকে।
সেমিনারে মোগড়া ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় শতাদিক মৎস্য চাষী, খামারী ও উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, এই ধরনের সেমিনার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি তাই ভবিষ্যতেও মৎস্যচাষীদের কল্যাণার্থে এধরনের সেমিনারের আয়োজন প্রত্যাশা করেন তারা, সবশেষে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্ত ঘোষণা করেন।