ময়নাল হক ভূইয়া (মইনুল) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংক আখাউড়া শাখার উদ্যোগে ব্যাংক ভবন পরিবর্তন ও নতুন ভবন উদ্বোধন, গ্রাহক সমাবেশ ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার লাল বাজার জান্নাত প্লাজায় ব্যাংকের নতুন ভবনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ।
বাংলাদেশ কৃষি ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক নিরিক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা (দক্ষিণ) মোঃ মমিনুল ইসলাম, ব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত সাবেক ব্যাবস্থাপক কামাল আহামদ খাঁন প্রমুখ।
ব্যাংকের কর্মকর্তা জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি মোঃ মানিক মিয়া, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, জুটন বনিক, মোশারফ হোসেন কবির, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোঃ ইশান, ভবনের মালিক বিশিষ্ট ব্যাবসায়ী শামীম ইকবাল ইয়ার হোসেন, ব্যাংকের গ্রাহক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৬জন গ্রাহকের মধ্যে ১২ লক্ষ ৫০ হাজার টাকা ঋন বিতরণ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের কর্মকর্তারা। এসময় ব্যাংকের সেবার মান বৃদ্ধি, গ্রাহক সেবার মান উন্নয়ন ও এর সমৃদ্ধি কামনা করেন তারা।