ময়নাল হক ভূইয়া (মইনুল):: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মোগড়া ইউনিয়নের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মতিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা অংগ্যজাই মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম।মোগড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, মোগড়া শ্রী শ্রী দশভুজা কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার পাল, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউসার ভূইয়া, বীর মুক্তিযুদ্ধা আবদুল হাই, ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম নোয়াব মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম সহ আরো অনেকে।
সামাজিক সম্প্রীতি সমাবেশ বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে সকলে মিলেমিশে বসবাস করা, সুখে-দুখে একে অপরকে সহযোগিতা করা, সমাজের সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উস্কানি, গুজব ও বিভ্রান্তিমূলক বক্তব্য লেখা বা শেয়ার করা থেকে নিজেকে সর্বদায় বিরত রাখার প্রতি আহবান জানান তারা। সামাজিক সম্প্রীতি সমাবেশ ইউনিয়ন পরিষদের সচিব মিন্টু আচার্য, পরিষদের পুরুষ ও মহিলা সদস্যগণ, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।