ময়নাল হক ভূইয়া (মইনুল):: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুমিল্লা সেক্টর, সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় দুই শতাদিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
কর্ণেল বাজার বিওপি’র ব্যাবস্থাপনায় আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন, সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র উপ-পরিচালক ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি হয়ে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ ও এলাকার সেবা গ্রহীতারা।
এসময় তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন জানান, এধরণের মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকার সকল শ্রেণীর মানুষের উপকার সাধিত হয়েছে, আর তার স্কুলে অনুষ্ঠান টি আয়োজন করায় বিজিবিকে ধন্যবাদ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ ও মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।