আশুগঞ্জ প্রতিনিধি::আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সহকারী কমিশনার(ভূমি) কাজী তাহমিনা শারমিন।একাডেমিক সুপারভাইজার শরিফুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নিরূপা ভৌমিক।
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা করিম মিয়া, তথ্য সেবা কর্মকর্তা সারমিন আক্তার,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী গোলাম মারুফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের নেতৃবৃন্দ।