স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নে উত্তর পাড়া কবরস্থান ছাউনী ও ঈদগাঁ মাঠের পাশে নামাজে জানাজা ও ঈদের নামাজ পড়তে আসা মুসল্লীদের ওজুর সমস্যা সমাধানে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে নান্দনিক ওজু খানা।
যারা অর্থ ও শ্রম দিয়ে মুসল্লীদের সুবিধার্থে ওজু খানা নির্মাণ করছেন তারা হলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের ৪নং ওর্য়াড মেম্বার মো.সাফি উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঈনুল ইসলাম,৭নং ওয়ার্ডের ইউপি,সদস্য মো.এনামুল হক,মহিউদ্দিন,আলকাছ মিয়া ও ইতালী প্রবাসী মাঈনুদ্দিন।
তারা বলেন এটি নির্মাণ হলে মুসল্লিদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে। স্থানীয় কয়েক জনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কবরস্থান ও ঈদ গাহ ছাউনীর পাশে এ ওজু খানা নির্মাণ সম্ভব হয়েছে। ওর্য়াড মেম্বার মো.সাফি উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক মঈনুল ইসলাম আরও বলেন এই কাজের পাশাপাশি ভবিষ্যতেও সমাজের যেকোনো উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে ও প্রত্যয় ব্যক্ত করেন তারা।