ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে দেড় কিলোমিটার ১টি রাস্তা পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। তালশহর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ এনামুল হক উদ্যোগে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সির সার্বিক সহযোগিতায় মৈশাইর শামসু মিয়ার বাড়ির মোড় থেকে মিয়াজী বাড়ী মোড় পর্যন্ত এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ রাস্তার উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।এ সময় উপস্থিত ছিলেন তালশহর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ এনামুল হক,হাজী জহিরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মন মিয়া, কামাল মাস্টার, ইমাম হোসেন, মোতাহার হোসেন, মোঃ হুমায়ুন, সাদেক মিয়া,হাজী আবু কালাম সহ এলাকার বিশিষ্টজনরা।
রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন নিয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিটা গ্রাম হবে শহর তাই তিনি আশুগঞ্জ উপজেলার সকল জন চলাচলের সুবিধার্থে প্রতিটা এলাকার রাস্তাঘাট,উন্নত করার লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী জানান মৈশাইর গ্রামে ৭ নং ওয়ার্ডের এই রাস্তাটি পূর্ণনির্মাণ করায় হাজার হাজার মানুষের চলাচলের সুবিধা হবে। তাই ৭ নং ওয়ার্ড মেম্বার এনামুল হক সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।