স্টাফ রিপোর্টার:: নতুন বছর, নতুন বই, নতুন পোষাক, শিক্ষার আলোয় জীর্ণতা মুছে যাক এই স্লোগান নিয়ে আশুগঞ্জ উপজেলার লালপুর অরুণোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
লালপুর প্রবাসী ঐক্য পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ১২০ জন মেধাবী ও চাহিদাগ্রস্থ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস তৈরি করে দেয়া হয়। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদে হাতে স্কুল এই ড্রেস তুলে দেন।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোরশেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম সাফি, ইউপি, সদস্য প্রমথ দাস ও ওমর ফারুক, প্রবাসী অভিভাবক নেছার আহমেদ ও রোমান খান।
লালপুর অরুণোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মুছা মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক নিরঞ্জন দাস। প্রবাসী ঐক্য পরিষদ কর্তৃপক্ষ জানান, ফ্রান্স প্রবাসী ফয়সাল আহমেদ, ইটালি প্রবাসী রিপন খান, সউদী আরব প্রবাসী মোশারফ হোসাইন, সউদী আরব প্রবাসী আব্দুল বাতেন এবং প্রবাসী আশরাফুল ইসলাম ও আব্দুল কাদিরের সৌজন্যে এ স্কুল ড্রেস বিতরণের করা হয়।