নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলাল শাঁ উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আশুগঞ্জ সাইলো’র মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী। এ সময় আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা ইয়াছমিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী জাকির মিয়া,
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো.কবির হোসেন,সরকারি হাজী আব্দূল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,উপজেলা একাডেমিক সুপারভা্জা্ই মো.শরিফুজ্জামান, আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
৫০ মিনিটের এই ফুটবল খেলায় আলাল শাঁ উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর দল ১-০ গোলে নবম শ্রেণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও শেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।