স্টাফ রিপোর্টার: ‘আপনার কোমলমতি শিশুকে পরিপূর্ণ জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনসুন্নার মৌলিক শিক্ষা দিয়ে সৎ দেশপ্রেমিক ও নৈতিকতা সমৃদ্ধ নাগরিক গড়াই মূল লক্ষ,স্কুলেই হোক বিশুদ্ধভাবে কুরআন ও হাদিস শিক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে আল ইনসাফ ইসলামিক স্কুলের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী উপলক্ষে আরোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে চরচারতলা আশুগঞ্জ সারকারখা ফার্স্ট গেইট সংলগ্ন আল ইনসাফ ইসলামিক স্কুলের শুভ উদ্বোধন করা হয়। চরচারতলা ইউপি,সাবেক সদস্য মাসুদ সরকারের সভাপতিত্বের ও এ্যাডভোকেট আসিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরচারতলা ইউপি,চেয়ারম্যান ফাইজুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হুমায়ুন কবির সরকার, ইউপি,সদস্য রহিম খাঁ,আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার,শ্রমিক লীগের সভাপতি আবু মুসা, আল ইনসাফ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা হাজী আলাউদ্দিন সরকার,শিক্ষক নিয়াজ মোঃ মুছা,বাবলু সরকার সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিরেন বিশিষ্ট মুরুব্বি সামসুল হক মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান,হাজী নুরুল হক সরকার,নুরুল হক কাউছার, বক্তারা বলেন, এ অঞ্চলের শিশুদের উপযোগি একটি আধুনিক ও নৈতিক স্কুলের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই উপলব্ধি থেকেই চরচারতলা এলাকায়স্কুল প্রতিষ্ঠা হলো।
বক্তারা আরও বলেন,আল ইনসাফ ইসলামিক স্কুলটি আধুনিক ও নৈতিক শিক্ষা ব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়েই পরিচালিত হবে এবং এখানকার শিক্ষার্থীরা শিখবে এবং শেখার প্রতি তাদের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। পরে বিভিন্ন স্কুলের ভালো হাতের লেখা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারি,অভিভাবক, স্থানীয় জনগণ,সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।