ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশার আলো নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে তিন শতাধীক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শরিফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া আশার আলো নারী উন্নয়ন সংগঠন প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র লীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্র লীগের যুগ্ম আহবায়ক তানভীর আজহার,সাবকে ছাত্র নেতা শাহীন পারভেজ,যুবলীগ নেতা কামাল হোসেন,রাসেল আহমেদ,ইমন,সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তিন শতাধীক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন,আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অসহায় এবং গরীব লোকদের মাঝে প্রতি বছরের নেয় এবারও শীতবস্ত্র বিরতণ করেছি। তারা আরও বলেন নারীদের সামাজিক উন্নয়নে আমরা নারীদের পাশে কাজকরি। এর আগেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে সাহায্য-সহযোগিতা করে আসছি, আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।