ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়াবৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আড়াইসিধা ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিলটি আড়াইসিধা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন চকবাজার মোড়ে এসে মিলিত হয়। এসময় আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ শামিম,এসময় আরও বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,কামাল হোসেন জয়,যুগ্ম সাধারণ সম্পাদক নাছির
মিয়া,স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল মিয়া,আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ,সহ যুগ্ম সম্পাদক বাদল মিয়া,ইউনিয়ন বিএনপি নেতা পায়েল,সাজিদ মিয়া,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।