স্টাফ রিপোর্টার:: আগামী ১০-১২ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে আশুগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নাহার গার্ডেনে মাতাম আল এ্যারাবিয়ান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান (মনি) এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেন এবং মুতিউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বার্বাহী সদস্য মজিবুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,উপজেলা শ্রমীক লীগের সভাপতি আবু মুছা,আওয়ামী যুবলীগের সদস্য মো.শফিকুল ইসলাম শফিক,সানি চৌধুরী,তারেক সিকদার,মেহেদী হাসান প্রান্ত,রাসেল মিয়া,আমির ফয়সাল,মো.রাব্বি,মঈম সিকদার,আবু সাঈম,লিটন মিয়া,মনির হোসেন,শাহীন মুন্সী,ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সুমন মো.মনির খান,নিয়ামুল সরকার,আফজাল হোসেন,আরমান,মস্তফা,মানিক সিকদার,জেলা ছাত্রলীগ সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, ও বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ।