নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল কুদ্দুস স্কুল এ্যান্ড কলেজ এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২-আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব,ডক্টর অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
হাজী আব্দুল কুদ্দুস স্কুল এ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক কবীর হুসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুমিনুল ইসলা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আব্দুল কুদ্দুস স্কুল এ্যান্ড কলেজ এর দাতা সদস্য সাইফুল ইসলাম বাবুল, নাটাই উত্তর ইউপি,চেয়ারম্যান আবু ছায়েদ, সিনিয়র শিক্ষক আবুল বাশার, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম,সহকারী শিক্ষিকা মোছাঃ ইফাত আরা নাজনী, সাবেক যুবলীগ নেতা আমান উল্লা আমান,মোছা: শারমিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি ডক্টর অধ্যক্ষ শাহজাহান আলম সাজু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে পাশাপাশি তোমাদের উজ্জল ভব্যিষৎ গড়ার স্বপ্ন দেখতে হবে । অনুষ্ঠান শেষে বিদায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিগণ।