স্টাফ রিপোর্টার:ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচার পেয়েছেন সরাইল উপজেলার গলি বাড়ির আহসান উল্লাহ। আশুগঞ্জ মধ্য বাজারে কাসেম প্লাজা (২য় তলা) কিরণ ইলেক্ট্রো ফেয়ার ওয়ালটন শোরুমে শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে অভিনেতা আমিন খান তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন।
পরবর্তীতে ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটনের টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, ব্লেন্ডারসহ ঘরের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য কেনেন আহসান উল্লাহ।এ সময় কিরণ ইলেক্ট্রো ফেয়ার ওয়ালটন শোরুমে প্রোপাইটর আফসার নেয়াজ,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান আয়ুব খান,ইউপি,সদস্য কুতুব মিয়া সহ ওয়ালটনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।ওয়ালটন কর্তৃপক্ষ জানান নভেম্বর মাস থেকে সারা দেশে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আহসান উল্লাহ ১টি ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারের এসএমএস পান।
তিনি বলেন, “আমার নিজ হাতে সংসার সাজানোর যে স্বপ্ন তা পূরণ করেছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ওই ক্যাশ ভাউচার দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স পণ্য নিতে পেরেছি। অভিনেতা আমিন খান বলেন, “ওয়ালটন গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ফ্রিজ তুলে দিচ্ছে। দেশের সিংহভাগ চাহিদা মিটিয়ে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০টিরও বেশি দেশে। যা আমাদের দেশের জন্য গর্বের।