আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম দীর্ঘ দশ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্ত সম্প্রতি অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক বিরোধের জের ধরে কুচক্রী মহলটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাকে হয়রানী করার চেষ্টা করছে।
এতে তিনি বিব্রত ও মাদ্রাসার পাঠদানে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তার অভিযোগ। শুক্রবার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কে জানান যে তিনি বিগত ২০১৪ ইং সালে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি প্রতিষ্ঠানের শর্ত পূরণের পাশাপাশি সরকারি নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ লাভ করেন এবং যথাযথ নিয়মেই এমপিওভূক্ত হন তিনি। প্রায় দশ বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু দশ বছর পর এসে একটি মহল বিরোধের জের ধরে তার নিয়োগের বৈধতা নিয়ে ধুম্রজাল সৃষ্টির অপচেষ্টা করছে বলে জানান তিনি। তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে দরখাস্ত দিয়ে তাকে হয়রানী করছে। সংবাদ মাধ্যমকে ও এই কুচক্রী মহলটি ভুল তথ্য দিয়ে একটি নিউজ পোর্টালে খবর প্রকাশ করে তার সুনাম নষ্ট করছে। এর নেতিবাচক প্রভাব বহুবছরের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি জানান। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি সাংবাদিকদের জানান,তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশের তীব্্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সুবিচারের দাবি জানান।