ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”ফলাবো ফসল গড়বো দেশ, গণতন্ত্রের বাংলাদেশ,”এই শ্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোঃ লিঃ এর সংলগ্ন আলাল শাহ বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ।
সভায় আশুগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী আলাল শাহের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাম সওদাগরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক কাউসার কাউন্সিলর,যুগ্ম আহ্বায়ক আল আমিন,আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন, মুজিবুর মুন্সী, জোবায়ের হায়দার বুলু ও সাবেক ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ঈদন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার,নাজির মিয়া,পারভেজ খান,নোমান মিয়া, জহির ভূইয়া, সাঈদুর রহমান ও আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দোসর হাসিনাসহ আওয়ামী লীগের সকল দোসরদের শাস্তি দাবি করেন বক্তারা। সভা শুরুতেই নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের মাল্য দিয়ে বরণ করা হয়। সভা শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।