ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোটা সংস্কারের দাবিতে প্রায় আড়াই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এতে মহাসড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে ‘আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার’, ‘চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘মেধা না কোটা? মেধা মেধা।’ ইত্যাদি স্লোগান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেয়ার পাশাপাশি মহাসড়কে অবরোধ করে রাখে।
এতে মহাসড়কের দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টা পর স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেয়। এদিকে আশুগঞ্জে সকাল থেকে অতিরিক্ত পুলিশ সদস্য সহ দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।