ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসন এর আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে,তাদের পরিবারের উপস্থিতিতে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূপুর সাহা,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চ্,ুসাবেক সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি হোসেন।
একাডেমিক সুপার ভাইজার মো: শরিফুজ্জামান,আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল দাস,আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা ইয়াসমিন,এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মো: রাহাদ হোসেন সহ আন্দোলনকারী ছাত্র জনতা সহ বিশিষ্টজনরা।স্মরণসভা শেষে সকল আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন করেন উপজেলা জামে মসজিদের খতিব, মাওলানা বোরখান উদ্দিন।