স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন শিউলি আজাদ এমপি। রাতের আঁধারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা,বাসস্ট্যান্ডে, ফুটপাতে ও আশুগঞ্জ রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি ।
সোমবার (২৯জানুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ ও সরাইল এর বিভিন্ন এলাকায় এসব কম্বল, সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি। সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন খোলা আকাশের নিচে থাকা অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন মানবতার এমপি,উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন মানবতার এমপি’র হাতে যখন শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি,বলেন, প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে খোলা আকাশের নিচে থাকা সেই শীতার্ত মানুষ গুলো। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রতিবছর শীত বস্ত্র বিতরণ করা হয়। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন,উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি’র একমাত্র কন্যা সাজরিবা ইকবাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ – নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজ।