আশুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ এর ইউ,এন.ডি.পি’র বাস্তবায়নে পরিচালিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে গ্রাম আদালতের আয়োজন করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ার) দুপুরে লালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। লালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ককারী মোঃ মোশারফ হোসেন।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন শাখার সহকারী হিসাব রক্ষক নাছরিন আক্তার,ইউপি,সদস্য মোঃ শাহজাহান,মোঃ মাহফুজ মিয়া,লিটন দাস,ইউপি,সদস্য সাবেরা খাতুন,রুবি আক্তার, প্রথম দাস,নুরু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সোহেল আহমেদ,এমদাদ,মোঃ মতি মিয়া, রতন দাস,মোখলেছ মিয়া,আবু নাইম,মোঃ শামিম,ওমর ফারুক,গীতা রাণী,আবু সালাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের সকল ইউপি,প্রতিনিধিগণ,শিক্ষক,সাংবাদিক,সমাজকর্মী,গণ্যমান্য ব্যক্তি,ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে গ্রাম আদালতে মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমস্যার সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক দলীয় মুক্ত করতে হবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে ইউনিয়ন পরিষদ সত্যিকারের জনগণের সেবা দিতে পারবে। বক্তারা আরো বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে।
কোন খরচ ছাড়া সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাবে। গ্রাম আদালত প্রাথমিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার একটি মাধ্যম। ভারপ্রাপ্ত ইউপি,চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না।