স্টাফ রিপোর্টার ”গাছ লাগিয়ে যত্ন করি ,সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক এর উদ্যোগে বৃক্ষরোপণ দিবস উপলক্ষে এক হাজার ফলজ, ৪প্রকার আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮জুন) দুপুরে ৭নং ওয়ার্ড মেম্বার এনামুল হক এর নিজ বাসভবন থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এক হাজার মানুষের মাঝে গাছের চারা রোপণের মধ্যদিয় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে মেম্বার এনামুল হক এর সভাপতিত্বে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আশুগঞ্জ সার কারখানা জামে মসজিদের ইমাম হাফেজ,মাওলানা আব্দুর রহিম,উপজেলা বিএনপির,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোয়াব আলী মুন্সী,ইউপি,সদস্য মোঃনজরুল ইসলাম সরকার,৪নং ওয়ার্ড মেম্বার সাফিউদ্দি সহ এলাকার বিশিষ্ট বব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত অতিথিগণ, এনামুল হক মেম্বার এর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি শুধু গাছের চারা বিতরণ নয়, দীর্ঘদিন থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন, মসজিদ-মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন, ত্রাণসামগ্রী বিতরণসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি, সদস্য এনামুল হক জানান, তিনি অতীতেও জনসেবা করে আসছেন এবং ভবিষ্যতে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।