স্টাফ রিপোর্টার::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসার হল রুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠতা অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরবি,প্রভাষক মাওলানা আব্দুল কাদির,অর্থনীতি ও সুশাসন প্রভাষক ইমরান আহম্মেদ চৌধুরী,আবুল বাশার,আমিনুল ইসলাম,ফাতেমাতুজ্জোহরা,মাওলানা মোজাম্মেল হক জালালী,রবিউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম,মিজানুর রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠতা অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।
অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে। অনুষ্ঠান শেষে আলিম পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা।