নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চুরি ও ছিনতাই ঠেকাতে মাইকিং করেছে আশুগঞ্জ থানা পুলিশ।শনিবার (১মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল এর নির্দেশে আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ওসি বিল্লাল হোসেন এবং এস আই মোস্তাকিম,এস আই জামাল,এস আই রমজান,এস আই শফিক,এস আই সানোয়ার,এ এস আই মহিউদ্দিন,এ এস আই হাসমত সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের গাড়ি ও মটরসাইলের একটি বহর নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামেগঞ্জে অলিগলিতে মাইকিং করতে দেখা যায়।
এ বেপারে আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ওসি বিল্লাল হোসেন বলেন,মাদকাসক্তি একটি নীরব ঘাতক। এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এর করালগ্রাসে ধ্বংস হয় পরিবার, সমাজ ও দেশ। তাই পবিত্র মাহে রমজান মাসে চুরি ছিন্তাই,মাদক সহ নানা অপরাধ কর্মকান্ড রোধ করতে আমাদের এই প্রচেষ্টা চলমান আছে এবং তা অব্যাহত থাকবে। মাইকিংয়ে এলাকাবাসির উদ্দেশে বলা হয়,সকল অপকর্মে জড়িতদের তথ্য প্রদান করার জন্য আহ্বান জানান,আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন। পুলিশের পক্ষ থেকে এলাবাসিকে এই পরামর্শ দেওয়া হয়।