ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তামার তার বিশিষ্ট ৩টি ইলেকট্রিক ট্রান্সফরমারের কোর ও পিভিসি কপার ক্যাবলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এসময় এসব মাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটক দুই যুবক হলেন, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলা আসকার কাজীর ছেলে মিজান কাজী (৩৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের মনির হোসেনর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০)। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, প্রতিদিনের মত ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছিল। এসময় ঢাকা অভিমুখি একটি পিকআপকে সিগন্যাল দিলে এটি ইউটার্ন করে সিলেট অভিমুখে দ্রুত চালাতে থাকে।
এতে পুলিশের সন্দেহ হলে পিকআপটিকে ধাওয়া করে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে আটক করে। পরে পিকআপটিতে তল্লাশি করলে তামার তার বিশিষ্ট ৩টি চোরাই ইলেকট্রিক ট্রান্সফরমারের কোর ও ১৫মিটার পিভিসি কপার ক্যাবল পাওয়া যায়। এসময় পিকআপে থাকা দুই যুবক মালামালের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাদেরকে আটক এবং মালামাল ও পরিবহনে ব্যবহৃত পিকাআপ ভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলেকট্রিক ট্রান্সফরমারের কোর ও পিভিসি কপার ক্যাবলের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। এ ঘটনায় এসআই মোঃ ফারুক আলম বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।