স্টাফ রিপোর্টার:: ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ছাত্রলীগের উদ্যোগে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাফি হোসেন শিয়নের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা পায়েল মুন্সির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন,বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট্রের সচিব অধ্যক্ষ
শাহজাহান আলম সাজু,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সি,কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান,আওয়ামী লীগের সদস্য মুন্সি মিজানুর রহমান,আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বাদল,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির,সদর ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা, মোহাম্মদ আলী, বন্দর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম,বন্দর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোমান, দূগাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান মমিন, আশুগঞ্জ
সদর যুবলীগের সভাপতি ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারুনুর রশিদ, সোহেল রানা, কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা দিদারুল আলম, মুন্না মুন্সি, দীপ ভৌমিক, টিটু ঘুষ,মারুফ আহমেদ, রিয়াদ প্রমুখ। আলোচনা সভা শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।