স্টাফ রিপোর্টার:সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৩ জুলাই) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম মিজি।পরে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে দুজন সেবাপ্রার্থীর হাতে খতিয়ান সংশোধন সহ নামজারির কাগজ তুলে দেন প্রধান অতিথি।