ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুষ্টি বিষয়ক তথ্য অবহিতকরণ এবং পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপুর সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। এসময় সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রাফি হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক ও একাডেমিক সুপার ভাইজার শরিফুজ্জামান,ডাঃ কামরুনাহার,অপরুপা,মশিউর রহমান,নিশি,ফারিয়া,ডাঃ নিপা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদরাসায় পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতা, কৈশর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরস্কার বিতরণ।পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।