স্টাফ রির্পোটার:: ”স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে মুখ্য করে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্ত,যুব সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব রেলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে যুবদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।রেলিটি পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের কার্যালয়ে এসে শেষ হয় । রেলি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি’র সঞ্চচালনায় আরো উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক,নারী কল্যাণ সমিতির সভাপতি কুলসুম বেগম সহ আরও অনেকে। এ সময় যুব প্রশিক্ষণার্থী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন । এ সময় যুব সমাজকে আশুগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১৪ জন যুব মহিলা ও যুবকদের মাঝে আট লক্ষ টাকার চেক,গাছের চাড়া, নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।