BrahmanBariaPrimeNews
রবিবার , ২৮ মে ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের আয়োজন
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ইউনিকোড কনভার্টার
  8. একুশে বইমেলা
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্রগ্রাম

আশুগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
মে ২৮, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
আশুগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তার পাশ থেকে জাহিদুল ইসলাম(জাহিদ) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা ও আশুগঞ্জ রেল স্টেশনের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। জাহিদুল ইসলাম (জাহিদ) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মাছের দাইর গ্রামের বাদল শেখ এর ছেলে।

গাড়িতে থাকা ট্রাক চালকের হেলপার নোমান জানায়, নারায়ণগঞ্জ থেকে মালামাল নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল, সে গাড়িতে ঘুমিয়ে ছিল, ঘুম থেকে উঠে দেখতে পাই গাড়ি আশুগঞ্জে মহা সড়কের ওপরে দাঁড়িয়ে আছে। গাড়ির চালককে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আশুগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন। কিছুক্ষণ পরে চালকের হাতের মোবাইল ফোনে কলদিলে পুলিশের মাধ্যমে জানতে পারে ট্রাক চালক মৃত অবস্থা রাসাতার পাশে পড়ে আছে।

বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ।এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ - চট্রগ্রাম