ব্রাহ্মণবািড়য়া প্রতিনিধিঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যদা প্রদানে রসরকারের উদ্যোগকে স্বাগত ও এর বিরোধীতাকারী বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন-ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,বাংলাদেশ (আইডিইবি), আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখা।মঙ্গলবার সকালে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব পাঠকরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুলহান্নান।সংগঠনের সভাপতি মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ বাকিয়ার রহমান, নির্জন চন্দ্র মন্ডল, মোঃ আল আমিন, মোঃ জাফর আহম্মদ, মোঃ আসাদুর রহমান, আব্দুল মোতালেব, এ, এ জহিরুল্লাহ, আহসান হাবিব, জামাল হোসেন ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিল্পোমা প্রকৌশলীদেও মানমর্যদা বৃদ্ধি লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন সহ বিভিন্ন দাবী জানানো হয়। তাছাড়া কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামী ৩ জুন প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদানের কর্মসুচি ঘোষনা করেন তারা।