স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহর কাজীবাড়ি তাহফীজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ২০২২,-২৩ শিক্ষা বর্ষের হিফজ সমাপনী ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী তানভির মাহমুদ শিপন।
বিশেষ অতিথি ছিলেন মালিহাতা মাদ্রাসার প্রধান হাফেজ কারী জুনায়েদ ইসলামাবাদী, আশুগঞ্জ মডেল হিফজ মাদ্রাসার পরিচালক ক্বারী খালেদ সাইফুল্লাহ ওসমানী, মুফতি হাফিজুর রহমান ইসলামাবাদী, মাওলানা যুবায়ের মীরস্দাী,মুফতি রঈসউদ্দিন আমিনী,মুফতি মোজাম্মেল হক, কারী রহমত উল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম,কাজী পাভেল মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কাজীবাড়ি তাহফীজুল কুরআন মাদ্রাসার সেক্রেটারি ক্বারী কাজী জহিরুল ইসলাম,আব্দুল হাই মেম্বার, হারুনুর রশিদ, হাজী আব্দুস সালাম, বীর মুক্তিযুদ্ধা আব্দুল হাই মেম্বার, কাজী শামসুল হক সহ তালশহর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কাজীবাড়ি তাহফীজুল কুরআন মাদ্রাসা থেকে যে সকল শিক্ষার্থীরা বিদায় নিয়েছেন তারা হলেন হাফেজ মোহাম্মদ রামিম আহমেদ, হাফেজ মোঃ আশরাফুল ইসলাম, হাফেজ মোঃ আজমল হোসেন, হাফেজ মোহাম্মদ সোহায়ল আহমাদ । অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুফতি সলিমুল্লাহ সাঈদী। অনুষ্ঠান শেষে বিদায় শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রধান করা হয়।