ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এস এন তরুন দে। তালশহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়াজ স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,।
এসময় উপস্থিত ছিরেন তালশহর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.সাফিউদ্দিন, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির,আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো.হানিফ,উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির,যুগ্ম আহ্বায়ক মির্জ আব্বাস সহ আরও অনেকে।
উক্ত টুর্নামেন্টে ৮ টি দলের অংশ গ্রহনে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে খেলেন প্রতিকী আর্জেন্টিনা বনাম ব্রাজিল। নির্ধারিত সময়ের মধ্যে ২-১ গোলে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে প্রতিকী ব্রাজিল দলকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে আর্জেন্টিনা। খেলা শেষে চ্যাম্পিয়ন,রার্নাস আপ ও সেরা খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। টানটান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলা দেখতে এলাকার ফুটবল প্রেমী হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলো। এসময় অতিথিরা বলেন,খেলাধুলা একটি বিনোদন, এটি শরীর ও মন ভালো রাখে, নিয়মিত খেলাধূলা চর্চা থাকলে যুব সমাজ মাদক সহ যেকোনো নেশার জগৎ থেকে দূরে থাকতে পারে। তাই প্রতিনিয়ত এই ধরনের খেলাধুলার আয়োজন করার আহবান জানান অতিথিরা।