স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জে দরপত্র জমাদানে বাধা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কে মারধর করে দরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (২২ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের গেইটে এই ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এ মালেক এন্ড ব্রাদার্স এর ব্যবস্থাপক আরএফিন কবীর নিলয় এ ব্যাপারে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরএফিন কবীর নিলয় দরপত্র জমা করতে গেলে আগে থেকে অবস্থান নেওয়া ভবনের নিচে কয়েকজন দুষ্কৃত লোক তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে দেয়ালের সঙ্গে তার মাথা ধরে ধাক্কা দিয়ে আঘাত করেন। পরে তার কাছ থেকে দরপত্রের প্রয়োজনীয় কাগজপত্র, পে-অর্ডার ছিনিয়ে নিয়ে যায়। দরপত্রের প্রয়োজনীয় কাগজপত্র, পে-অর্ডার ফেরত চাইলে তা ছিড়ে টুকরো টুকরো করে ফেলে দৌড়ে পালিয়ে যায় দুষ্কৃতরা। এ ঘটনায় ভুক্তভোগী আরএফিন কবীর নিলয় বলেন এ বিষয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবহিত করেছি।
এ ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। এবং সার কারখানার বস্তা বন্দী সার বিভিন্ন স্থানে লোড করার এই দরপত্র টি রি-টেন্ডার করার দাবি জানান তিনি। এ ব্যাপারে কথা বলতে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।