জহির সিকদার:: আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইদিন ব্যাপী প্রযুক্তি ও বিজ্ঞান মেলার সমাপনী এবংপুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, সরকারি ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির, সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফারকুজ্জামান ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।এর আগে গত বুধবার সকালে ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহণ করেছেন।
এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যেসব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্ভাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তু উদ্ভাবন করতে সহযোগিতা করবে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা এডাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শরীফুজ্জামান।