ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হৃদয় (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে আব্দুর রহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একেই এলাকার ইমানদীর বাড়ির জসিম উদ্দিনের ছেলে। এ ব্যাপারে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিম মিয়ার ছেলে রুবেল সহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, যাত্রাপুর গ্রামের হৃদয় কে ছুরি দিয়ে আঘাত করেছ। এই খবর পেয়ে আমরা ঘটনার স্থলে এসে আমরা এই ঘটনার তদন্ত করছি। এই ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে। আমরা তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরো বলেন সন্দেহজনক ভাবে দুই জনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজনও পুলিশ সূত্রে জানা যায়। আহত অবস্থায় হৃদয়কে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথেমধ্যে সে মারা যায়। এলাকার পরিস্থিতি সাবাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রযেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার জন্য অভিযান চালানো হচ্ছে এবং এই ঘটনার তদন্ত সাপেক্ষে হত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।