স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের সঙ্গে এ শোক দিবস পালন করা হয়। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো.ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে দিনব্যাপী শোক দিবসের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা,মিলাদ ও দোয়া মোনাজাত এবং গণভোজ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এডভোকেট কামরুজ্জামান আনসারী, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনউদ্দিন মঈন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহম্মেদ,সহ সভাপতি আলহাজ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল,সাংগঠনিক সম্পাদক আতাউর
রহমান কবির,সাবেক সদস্য হেবজুল বারি,হাজী ছাঈদুর রহমান,মোশারফ মুন্সী, হাজী ইলিয়াছ আলী,মোঃ সালাহ উদ্দিন, মনির সিকদার,সেচ্ছা সেবক লীগের সভাপতি শাহীন সিকদার,মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষ।