ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্মেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মুন্সি।
এ সময় বক্তব্য রাখেন,ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল,সুজনের সভাপতি মিজানুর রহমান,সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক,আশুগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) তরুণদে,আলাল শা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষিকা রুমানা আক্তার,নারী উদ্যেক্তা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মো: হানিফ মুন্সি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন।
তিনি বহু বই লিখে গেছেন। যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান তারা। পরে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এমন চার ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চারজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অর্জনকারী নারীরা হলেন নাসরিন আক্তার,মনোয়ারা খাতুন,মোছা: নাসিমা,সেলিনা আক্তার।