স্টাফ রির্পোটার:: বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,রেলী, আলোচনা সভা , দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আশুগঞ্জে পালিত হলো স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তলনের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ম্যুরাল চত্ত্বর থেকে সংগঠনের ব্যানারে একটি রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
রেলী শেষে ম্যুরল চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পারভেজ আলম চৌধুরী,সহ সভাপতি আনোয়ার হোসেন, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহোমদ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম আবেদ, আব্বাস উদ্দিন, আশুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব দেবাশীষ দাশ সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাব্বি মুন্সি, সালেকিন মীম, হান্নান শিকদারসহ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলে।