ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নূরে জান্নাত বালিকা হিফজ মাদরাসা’র বিদায় ছাত্রীদের ও গোলে জান্নাত এর চ্যানেল-২৪ এ কুরআন তিলাওয়াতের কৃতিত্ব অর্জন করায় ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূরে জান্নাত বালিকা হিফজ মাদরাসার সভাপতি ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আশুগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ আনিছুর রহমান,আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,বায়তুল লতিফ জামে মসজিদের খতিব মুহাম্মদ রহমতুল্লাহ(কামাল)। সভা শেষে নূরে জান্নাত বালিকা হিফজ মাদরাসার ৮জন বিদায় ছাত্রী হাফিজাদের মাথায় মুকুট পড়িয়েুদেন উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচারক হাফেজ মাওলানা ওমর ফারুক।
পরে বিদায় ছাত্রীদের ও গোলে জান্নাত এর চ্যানেল-২৪ এ কুরআন তিলাওয়াতের কৃতিত্ব অর্জন করায় ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিগণ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল কাদির সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।