ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।শুক্রবার বিকেলে উপজেলার সাইলো বালুর মাঠে সানরাইজার্স ফুটবল একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
সানরাইজার্স ফুটবল একাডেমির উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাইজুর রহমান ফয়েজের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তাছলিমা নিশাত,
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয় এর সেকশন অফিসার মো.সালাহ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু মুছা এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ ও যুব সমাজকে যোগ্য করে গড়ে তুলতে চান।
তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার উপর গুরুত্ব দিয়েই তিনি এই উপহার সামগ্রী পাঠিয়েছেন। আলোচনা সভা শেষে শিউলি আজাদ এমপি বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও ভলিবল খেলার সামগ্রী বিতরণ করেন।