স্টাফ রিপোর্টার : “ সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলাপ্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম আজাদ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আবিদা আল আকসারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার তানিয়া আহম্মেদ।উল্লেখ্য যে প্রদর্শনীতে বিভিন্ন উন্নত প্রজাতির ষাড়, গাভী, ছাগল, ভেড়া, হাস, মুরগী ও কবুতরসহ পশুপাখি, প্রাণিজাত পণ্য ও প্রাণিসম্পদ প্রযুক্তিসহ অর্ধশত স্টল স্থাপিত হয়।উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। সমাপনী অনুষ্ঠানেের পর ৬টি ক্যাটাগরিতে৩ জন করে মোট ১৮টি স্টলকে পুরষ্কৃত করা হয়।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার তানিয়া আহম্মেদ জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনে উৎসাহিত করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।