ক্রীড়া প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পারিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদ্বশ বনাম আশুগঞ্জ প্রেস ক্লাব একাদশের মাঝে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদ্বশ আশুগঞ্জ প্রেস ক্লাব একাদশকে পরাজিত করে জয়ী হন।
টসে জিতে আশুগঞ্জ প্রেস ক্লাব একাদ্বশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৬ রান করেন তারা। জবাবে ১৩৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে উপজেলা প্রশাসন একাদ্বশ ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে জয়ী হন তারা। খেলায় উপজেলা প্রশাসন একাদশের পক্ষে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি হোসেন এবং আশুগঞ্জ প্রেস ক্লাব একাদ্বশ পক্ষে সাবেক সাধারণ সম্পাদক আল মামুন। খেলা শেষে চ্যাম্পিয় ও রানার্সআপ দের মাঝে টফি প্রদার করাহয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি মুজাম্মেল হক, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,উপজেলা ফুটবল অ্যসোসিয়েশন এর সভাপতি এনামুল হক প্রমুখ। এছারাও ম্যাচটি উপভোগ করতে এলাকার সুসীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা দেখতে আসা অতিথিরা বলেন খেলাধুলা শরীর ও মন ভালো রাখে এমন মনমুগ্ধকর খেলার আয়োজন করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তারা।