BrahmanBariaPrimeNews
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের আয়োজন
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ইউনিকোড কনভার্টার
  8. একুশে বইমেলা
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্রগ্রাম

আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকরি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফি রিেপার্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকার এর ভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য আলহাজ্ব সাবিহা ফিরোজ। অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো: তোফাজ্জল হোসেন,নাজমা বেগম, প্রভাষক মো:আশরাফুর আজিজ, মো:শামছুল হুদা, শরিরচর্চা শিক্ষক মো:তোফায়েল আজম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি,বিশেষ অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ৩৩টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো,দৌড়,গোলক নিক্ষেপ এবং শিক্ষকদের মিউজিক্যাল বল খেলা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ করার মত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. হানিফ মুন্সী।

এবং কলেজের পক্ষ থেকে দেয়া সম্মাননা স্বারক গ্রহণ করেন অতিথিগণ। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান।

সর্বশেষ - চট্রগ্রাম

আপনার জন্য নির্বাচিত